জমে উঠেছে বিপিএলে শেষ চারে ওঠার লড়াই
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী শীর্ষ চার দল খেলবে ‘এলিমিনেশন’ রাউন্ডে। কিন্তু সেরা চারে কে থাকছে আর কে থাকছে না, সেই লড়াই কেন্দ্র করে জমে উঠেছে এবারের বিপিএল। একমাত্র খুলনা টাইটানস টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বলা যায়, বাকি ছয়টি দলেরই সুযোগ আছে সেরা চারে যাওয়ার। নয়টি ম্যাচ খেলা চিটাগং ভাইকিংস ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে, কিন্তু আজ রংপুর রাইডার্স বনাম ঢাকা ডায়নামাইটস ম্যাচের জয়ী দল শীর্ষে চলে যাবে নিট রানরেটের কারণে। আট ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ডায়নামাইটসরা।
অন্যদিকে তিনে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ১০, তবে নয়টি ম্যাচ খেলেছে তারা। সমান ১০ পয়েন্ট পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসও। তবে আট ম্যাচ খেলা দলটি রানরেটে পিছিয়ে যাওয়ায় লিগ টেবিলের চার নম্বরে আছে। আজ খুলনা টাইটানসের বিপক্ষে জিতলে দুই নম্বরে চলে যাবে তারা। সে ক্ষেত্রে তিনে নেমে যেতে পারে চিটাগং ভাইকিংস।
এই চার দলের বাইরে রাজশাহী কিংস ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে। বাকি দুটি ম্যাচ জিততে পারলে তাঁদেরও ভালো সম্ভাবনা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার। এমনকি ছয় নম্বরে থাকা সিলেট সিক্সার্সেরও খুব দূরবর্তী সুযোগ রয়েছে ‘এলিমিনেশন’ রাউন্ডে খেলার। ১০ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট পাওয়া দলটির বাকি দুটো ম্যাচ অবশ্যই জিততে হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জটিল সমীকরণের দিকে। পয়েন্ট টেবিলের ওপরের যেকোনো দুটি দল শেষদিকে এসে খেই হারালে সেরা চারে সুযোগ পেয়ে যেতে পারে তারাও।
শুরুর দিকে রানখরা ও অন্যান্য কিছু কারণে এবারের বিপিএল ততটা আকর্ষণীয় না মনে হলেও শেষদিকে এসে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় দারুণ জমে উঠেছে টুর্নামেন্ট। চট্টগ্রাম পর্বে প্রায় প্রতিটি ম্যাচই হচ্ছে বিগ স্কোরিং। সামনের দিনগুলোতে ব্যাট-বলের জমাট লড়াই আরো দর্শক টানবে, এমন প্রত্যাশা সকলের।