ম্যারাডোনার অবিস্মরণীয় উদযাপন সেরা তালিকায়
ফুটবল খেলায় মাঠের লড়াইটা যেমন উত্তেজনাপূর্ণ, ডাগআউটের বাইরে কোচদের বিচিত্র অঙ্গভঙ্গিও কম আকর্ষণীয় নয়। দলের খারাপ অবস্থায় উদ্বিগ্ন বা রাগত ভঙ্গিতে থাকা কোচদের হরহামেশাই উল্লাসে ফেটে পড়তে দেখা যায় দলের জয়ে। আনন্দে আত্মহারা হয়ে স্মৃতির ফ্রেমে গেঁথে রাখার মতো কিছু ছবির জন্ম দেন তাঁরা। ফুটবল কোচদের ইতিহাসের সেরা উদযাপনের তেমনি এক তালিকায় স্থান করে নিয়েছেন আর্জেন্টিনার ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম আজ এ তালিকা প্রকাশ করে। জাতীয় দলের কোচ থাকাকালীন ম্যারাডোনার একটি উদযাপন সেই তালিকার পাঁচে স্থান পেয়েছে।
দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা বনাম পেরু, অক্টোবর ২০০৯)
২০১০ বিশ্বকাপের কোয়ালিফাই করার জন্য দলটা তখন খাদের কিনারায় দাঁড়িয়ে। সুতোর ওপর ঝুলছে তাদের ভাগ্য। অ্যালফিও ব্যাসিলের পদচ্যুতির পর আর্জেন্টিনাকে বিশ্বকাপে নেওয়ার দায়িত্ব ন্যস্ত হয় কিংবদন্তি ম্যারাডোনার ওপর। বিশ্বকাপে যাওয়ার জন্য ‘মাস্ট উইন’শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয় দল। ম্যাচের একেবারে ইনজুরি সময়ে মার্টিন পালের্মোর গোলে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার।
ম্যাচ শেষ হতেই তদানীন্তন কোচ ম্যারাডোনা মাঠে ভোঁ-দৌড় দেন। বৃষ্টিভেজা মাঠে ঘাসের ওপর পেঙ্গুইনের মতো দুই হাত প্রসারিত করে স্লাইড করেন তিনি। বিজয়ের আনন্দে তাঁর সেই উদযাপন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীর নজর কেড়েছিল।
প্রায় ১০ বছর পর কোচদের ইতিহাস-সেরা উদযাপনের তালিকায় আজ সেটা ঠাঁই করে নিল। তালিকায় আরো আছেন লিভারপুল কোচ ইয়োর্গেন ক্লপ, ইন্টার মিলান ও এফসি পোর্তোর কোচ থাকাকালীন হোসে মরিনিয়োর দুটো উদযাপন, নিউক্যাসেল ইউনাইটেডের অ্যালান পার্দিউ, গ্যালাতাসারের গ্রায়েম সউনেস, লুটনের ডেভিড প্লিট, আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার, ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক কোচ স্লাভেন বিলিচ ও ব্রাজিলের কোচ তিতের উল্লাস।