বদলে যাওয়া সাব্বিরকে দেখবে বাংলাদেশ
শৃঙ্খলাজনিত কারণে ছয় মাস নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার বেশ কিছুদিন আগেই তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, দলের অধিনায়কের চাহিদা ও সুপারিশে দলে ফেরানো হয়েছে সাব্বিরকে। অধিনায়ক মাশরাফি আবার বলেছেন, তিনি শুধু তাঁর মতামতটুকুই দিয়েছেন, দল নির্বাচনের সব দায়দায়িত্ব নির্বাচকদের। অন্যদিকে বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছেন, সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার বিষয়ে তিনি পুরোপুরি অবগত নন। ডানহাতি ব্যাটসম্যান এবারই হয়তো শেষ একটা সুযোগ পাবেন সুশৃঙ্খল নিজেকে প্রমাণের।
এতসব বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সাব্বির জানিয়েছেন, নিজেকে পরিবর্তন করে ফেলেছেন তিনি। দলে পুনরায় ডাক পাওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে শুধরেছেন। মারকুটে ব্যাটসম্যান বলেছেন, ‘মাঝখানে হয়তো কিছুটা বিশৃঙ্খল হয়ে গিয়েছিলাম। কিন্তু দলের বাইরে থাকার সময়ে উপলব্ধি করেছি, সবারই শৃঙ্খলা মেনে চলা উচিত। দেশের অনেক শিশু-কিশোর আমাকে অনুসরণ করে। কথা দিচ্ছি, আমাকে নিয়ে আগামী দিনে কেউ কোনো অভিযোগ করতে পারবে না।’
দলে ফিরে আসার পথে অধিনায়ক মাশরাফির ভূমিকাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন সাব্বির। বলেছেন, ‘মাশরাফি ভাই জাতীয় দলে আমার প্রথম ক্যাপ্টেন। আমাকে উনিই ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। আমার সামর্থ্যে আস্থা রাখার জন্য উনাকে ধন্যবাদ জানাই। উনি ছাড়াও দলের সিনিয়ররা সব সময় আমাকে অনেক সাহায্য করেন। তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। কোচ স্টিভ রোডসের সঙ্গেও কথা হয়েছে। উনি আমাকে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে যেতে বলেছেন।’
নিউজিল্যান্ডে দল ও নিজের কাছে দেশবাসীর প্রত্যাশা নিয়ে বলেছেন, ‘বিপিএলের জন্য আলাদাভাবে খুব বেশি প্রস্তুতি নিতে না পারলেও ভারতের সঙ্গে ওদের চলমান সিরিজটা দেখে উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছি। তা ছাড়া ওখানে আগেও একাধিকবার খেলেছি। সেখানে গিয়ে দ্রুত মানিয়ে নিতে পারলে অবশ্যই ভালো করা সম্ভব।’
বাজে সময় পেছনে ফেলে বদলে যাওয়া এই সাব্বিরের দেখা পেলে উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেটই।