মেসির গোলে জয়ে ফিরেছে বার্সেলোনা

শেষ পর্যন্ত জয়ে ফিরেছে বার্সেলোনা। লা লিগায় টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। গতকাল শনিবার রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।
ম্যাচের ৪৩ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোলটি করেন দলটির অধিনায়ক। অবশ্য এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। রিপ্লেতে দেখা যায়, তাঁর কাঁধে হাত ঠিকই ছিল ভায়াদোলিদের মিডফিল্ডার মিচেলের, তবে যেন খুব সহজেই পড়ে যান জেরার্ড পিকে।
লিগে এটি মেসির ২২তম গোল। গোলদাতার তালিকায় তিনি এখন শীর্ষে আছেন।
তবে ব্যবধান বাড়ানোর দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। বিশেষ করে ৫৫ ও ৬৫ মিনিটে দারুণ দুটি সুযোগ হাতছাড়া করে তারা।
এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তারা ১৬ ম্যাচ জিতেছে এবং ছয় ম্যাচে ড্র করেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।