এবার লিঁওতে হোঁচট বার্সেলোনার

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে হোঁচট খেল বার্সেলোনা। লিগ ওয়ানের দল লিঁওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সেলোনা অবশ্য জয় পাওয়ার মতো ফুটবল খেলেনি। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে পাঁচ ম্যাচের চারটিই ড্র করেছে বার্সেলোনা।
এর আগে গত শনিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা। তাই সবার আশা ছিল, এদিনও ভালো কিছু করবে তারা। কিন্তু মেসিরা তা পারেননি।
পরে শেষ দিকে একাধিক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ৭০ মিনিটে সুয়ারেজের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে মেসির থেকে পাস পেয়েও বুসকেতস বলটি জালে জড়াতে পারেননি। তাই ড্রয়ে শেষ হয় ম্যাচ।
২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে দেখা হয়েছিল দুই দলের। শেষ ষোলোতে সেবার দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতেছিল বার্সেলোনা।
ফিরতি লেগ হবে আগামী ১৩ মার্চ, এই ম্যাচে বার্সেলোনাকে জিততেই হবে।
একই দিন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর আরেক ম্যাচে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ গোলশূন্য ড্র করেছে।