টেস্ট সিরিজে সাফল্যের আশা বাংলাদেশের
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদী তারা। তিন ম্যাচের টেস্ট সিরিজ আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হবে।
ওয়ানডে সিরিজে দলের সিনিয়র ব্যাটসম্যানরা ছিলেন ফর্মহীনতায়। ওয়ানডে সিরিজে বাজেভাবে হারলেও টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদী বাঁ-হাতি পেসার আবু জায়েদ রাহি।
টেস্ট সিরিজে ভালো কিছু করতে আশাবাদী এই তরুণ সাংবাদিকদের বলেন, ‘আমরা ১২-১৪ দিন যাবত এখানে আছি। এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে এটা যথেষ্ট সময়। এখন আমরা টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
রাহি আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে সঠিক জায়গায় বল ডেলিভারি দেওয়া এবং প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া। টেস্টে জয়ের জন্য প্রতিপক্ষের সব উইকেট তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিউইদের বিপক্ষে সেটা করতেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’
এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশও নিউজিল্যান্ডে তীব্র বাতাসের সাথে খাপ খাওয়াতে পারছে না, ‘বাতাসের তীব্র গতি বোলারদের জন্য সমস্যা সৃষ্টি করছে। তাই দল সাফল্য পায়নি।’
ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন বৃহস্পতিবার রাতে ঢাকা ফিরেছেন। রুবেল হোসেন ও সাব্বির রহমান শুক্রবার ঢাকার উদ্দেশে নিউজিল্যান্ড ছেড়েছেন।
বাংলাদেশ টেস্ট দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, খালিদ আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন ও সৌম্য সরকার।