শেষ চারের আগেই বিদায় মোহামেডান ও রূপগঞ্জের

ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বুধবার অনুষ্ঠিত ম্যাচে তারা ৩০ রানে হেরে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে। অবশ্য দুই দলই আসরের শেষ চারের আগেই বিদায় নিয়েছে। সেমিফাইনালে উঠতে পারেনি আবাহনী লিমিটেডও।
লিগের ‘সি’ গ্রুপ থেকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই গ্রুপে দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় এবং কোনো পয়েন্ট না পেয়ে রূপগঞ্জ তৃতীয় স্থানে থাকে। তাই এই দুই দল আসরের শেষ চারের আগেই বিদায় নেয়।
রূপগঞ্জ এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল শাইনপুকুরের কাছে। এদিনও তারা ভালো করতে পারেনি, মোহামেডানের ১৪৩ রানের জবাবে ১১৩ রানে থেমে যায় তাদের ইনিংস।
আর আবাহনীকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিন আবাহনীকে ৪৯ রানে হারায় প্রাইম ব্যাংক। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’ থেকে শেষ চার নিশ্চিত করা শেখ জামাল।
প্রথমে ব্যাট করতে নেমে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে প্রাইম ব্যাংক। জবাবে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি যেতে পারেনি আবাহনী।