রেকর্ড গড়েও সন্তুষ্ট নন রোনালদো
কয়েক দিন আগে ক্যারিয়ারে ৫০০ গোলের বিরল মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ কিংবদন্তি রাউলকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তাঁর দখলে। আরেকটি কীর্তির আনন্দেও এখন ভেসে বেড়াচ্ছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো জিতেছেন ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। তবে এমন দারুণ অর্জনেও সন্তুষ্ট নন এই পর্তুগিজ তারকা। ভবিষ্যতে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সংকল্প তাঁর।
গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় ৩৫ ম্যাচ খেলে ৪৮টি গোল করেছিলেন রোনালদো। ইউরোপের শীর্ষস্থানীয় ঘরোয়া লিগগুলোতে এটাই সর্বোচ্চ গোল। ৪৩ গোল করে লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে গোল্ডেন বুটে এগিয়ে থাকলেও ফিফা বর্ষসেরার লড়াইয়ে এখনো মেসির চেয়ে পিছিয়ে আছেন রোনালদো। গত দুইবার পুরস্কার জিতলেও রোনালদো বছরের সেরা ফুটবলার হয়েছেন তিনবার, আর মেসি চারবার।
তবে গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দিয়েছেন রোনালদো। মেসি গোল্ডেন বুট জিতেছেন তিনবার; ২০১০, ২০১২ ও ২০১৩ সালে। অন্যদিকে এ বছরের আগে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ২০১১ ও ২০১৪ সালেও গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো। আর ২০০৮ সালে প্রথমবারের মতো এই পুরস্কারটি হাতে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে।
তবু পুরোপুরি সন্তুষ্ট নন রোনালদো। মঙ্গলবার রাতে মাদ্রিদে গোল্ডেন বুট পুরস্কার গ্রহণের পর তিনি বলেছেন, ‘এটা খুবই বিশেষ একটা মুহূর্ত। কিন্তু আমি সন্তুষ্ট নই। আমি আরো বেশি অর্জন করতে চাই। জানি যে আমিই একমাত্র খেলোয়াড় হিসেবে চারটি গোল্ডেন বুট জিতেছি। কিন্তু আমি আরো চাই। সম্ভব হলে পুরস্কারটা পঞ্চম বা ষষ্ঠবারের মতো জিততে চাই।’
তবে রোনালদো সেরা গোলদাতার পুরস্কার পেলেও গত মৌসুমে তাঁর দল রিয়াল মাদ্রিদ ছিল ব্যর্থ। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচাতে রোনালদো মরিয়া, ‘রিয়াল মাদ্রিদ এমন একটা দল— যারা প্রত্যেক বছর একাধিক শিরোপা জিততে চায়। এবারের মৌসুমেও আমরা লা লিগা, কোপা দেল রে আর সম্ভব হলে চ্যাম্পিয়নস লিগও জিততে চাই।’
গত মৌসুমে এই তিন শিরোপা জিতে দ্বিতীয়বারের মতো ট্রেবলের আনন্দে মেতে উঠেছিল বার্সেলোনা। রোনালদো তাই নিজের দলকে ট্রেবল উপহার দিতে উন্মুখ।