ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় শেষ টেস্ট বাতিল
ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্দুকধারীর হামলার পর বাতিল করা হয়েছে সফরকারী বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠের কাছেই সেই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের টিম বাস তখন মসজিদের পাশেই ছিল। দলের টিম বাসে তখন কোনো নিরাপত্তাকর্মীও ছিল না। সৌভাগ্যক্রমে পাশেই গাড়িতে থাকা এক মহিলার মাধ্যমে ক্রিকেটাররা জানতে পারেন ভেতরে ভয়াবহ গোলাগুলি হয়েছে। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।
ঘটনার পর দুই দলের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক টুইটে ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনার পরিপ্রেক্ষিতে দুই বোর্ডের যৌথ আলোচনায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি বাতিল করা হয়েছে।
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ টেস্ট ম্যাচটি।
দুই দেশের বোর্ডই জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের সবাই নিরাপদে আছেন।