প্রাণে বেঁচে গিয়ে যা বললেন তামিম-মুশফিকরা
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। ক্রাইস্টচার্চের একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর আগেই মসজিদের ভেতরে ঢুকে এক বন্দুকধারী নারকীয় হামলা চালায়। হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা তখন মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। পথচারী এক মহিলার কাছে হামলার কথা জানতে পেরে দৌড়ে দ্রুত টিম বাসের ভেতরে গিয়ে মেঝেতে শুয়ে পড়েন ক্রিকেটাররা। এরপর ঘটনাস্থল ত্যাগ করে প্রাণ বাঁচিয়ে নিরাপদে হ্যাগলি ওভালের মাঠের ভেতরে প্রবেশ করতে সমর্থ হন তাঁরা।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ক্রিকেটারদের কয়েকজন প্রাথমিক প্রতিক্রিয়ায় ভীতিকর এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে সরে গিয়ে টুইট করেন তামিম ইকবাল। টুইটে তামিম লিখেন, ‘এটা ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা। পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
ঘটনার পর টুইট করেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমও। প্রাণে বেঁচে গিয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছেন মুশফিক। টুইটে লিখেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আজ আমাদের ক্রাইস্টচার্চের হামলা থেকে রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান। আর কখনো এমন কিছুর মুখোমুখি হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’