ম্যানসিটিকে চ্যালেঞ্জ ছুড়ে এগিয়ে গেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে টপকে আবারও শীর্ষে উঠে গেছে লিভারপুল। এ মৌসুমের শিরোপা জয়ের লড়াইটা এখন অনেকটাই এ দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আজ ম্যানসিটি তো কাল লিভারপুল শীর্ষে চলে যায়। রোববার ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অলরেডরা। ৩১ ম্যাচে অলরেডদের পয়েন্ট এখন ৭৬। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানসিটি। লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্ট কম নিয়ে টটেনহ্যাম তৃতীয় স্থানে আছে, অন্যরা আরো পিছিয়ে। ফলে নাটকীয় কিছু না ঘটলে শীর্ষ দুই দলের কারো হাতেই উঠবে শিরোপা।
অ্যানফিল্ডে গতকাল ফুলহ্যামের বিপক্ষে জেতার জন্য সেরাটা ঢেলে দিতে হয় লিভারপুলকে। প্রথমার্ধের ২৬ মিনিটে এগিয়ে যায় অলরেডরা। রবার্তো ফারমিনিয়োর পাস থেকে সেনেগালিজ তারকা সাদিও মানে গোল করে ১-০-তে এগিয়ে দেন দলকে। এরপর ম্যাচের এই অর্ধে আর গোল করতে পারেনি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ইয়র্গেন ক্লপের দলকে চমকে দেয় ফুলহ্যাম। ৭৪ মিনিটে সমতায় ফিরে অলরেড সমর্থকদের মনে পয়েন্ট হারানোর শঙ্কা ঢুকিয়ে দেয় ফুলহ্যাম। চমৎকার একটি কাউন্টার অ্যাটাক থেকে ফুলহ্যামের ডাচ খেলোয়াড় রায়ান বাবেল স্কোরলাইন ১-১ করেন। গ্যালারিতে নড়েচড়ে বসেন সমর্থকরা। তবে সাত মিনিট পরেই দূর হয় তাঁদের আশঙ্কা। সাদিও মানে ফুলহ্যামের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে জেমস মিলনার ঠান্ডা মাথায় গোল করে ২-১ গোলে দলের জয় নিশ্চিত করেন।