অবসরের ভাবনায় মালিঙ্গা

অবসর ভাবনা পেয়ে বসেছে শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে শিরোপা উপহার দেওয়া মালিঙ্কা তাই অবসরের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপকেই বেছে নিয়েছেন।
অবসর প্রসঙ্গে মালিঙ্গা বলেন, ‘চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পর পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’
লঙ্কান পেসার আরো বলেন, ‘বিশ্বকাপ শেষে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। আমি টি-টোয়োন্ট বিশ্বকাপ খেলে ক্যারিয়ারের সমাপ্তি টানতে চাই।’
টি-টোয়েন্টির দারুণ কিছু সাফল্য রয়েছে মালিঙ্গার। হ্যাটট্রিক করেছেন, শুধু তাই নয়— শহীদ আফ্রিদির পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ উইকেট শিকার রয়েছে তাঁর। ৯৯ ম্যাচে আফ্রিদির সংগ্রহ ৯৮ উইকেট। তার চেয়ে ২৭ ম্যাচ কম খেলে ৯৭ উইকেট শিকার করেন এই লঙ্কান পেসার।