বঙ্গবন্ধু কাপ গলফ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

বঙ্গবন্ধু কাপ এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ রোববার কুর্মিটোলা গলফ ক্লাবে এই ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক। বিসিবি সভাপতি নাজমুল হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তিনি আসতে পারেননি।
আগামী ৩-৬ এপ্রিল এশিয়ান ট্যুরের এবারের আসর বসতে যাচ্ছে। দেশি-বিদেশি পেশাদার- অপেশাদার গলফাররা এই আসরে অংশ নেবেন।
ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে বসছে এই আসর। বাংলাদেশের ৪০ জন পেশাদার ও ছয়জন অ্যামেচার গলফারসহ মোট ১৪৬ গলফার এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। গত বৃহস্পতিবার সাড়ে তিন লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে লোগো উন্মোচন করেছেন গলফ ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
পঞ্চমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ‘মুন্না ভাই’ খ্যাত বলিউড তারকা সঞ্জয় দত্ত তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার বাবা প্রয়াত সুনীল দত্ত ঢাকায় এসেছিলেন। আমার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাংলাদেশে এলেই বঙ্গবন্ধুর কথা মনে পড়ে।’
এর আগে তিনটি আসরের নাম ছিল ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’। ২০১৮ সালে প্রতিযোগিতাটি হয়েছিল ‘এবি ব্যাংক বাংলাদেশ ওপেন’ নামে।