রাউলকে ছাড়িয়ে রোনালদোর ইতিহাস
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সংবর্ধনা আগেই দিয়ে দেওয়া হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু পর্তুগিজ এই তারকা আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেয়েছেন শনিবার লেভান্তের বিপক্ষে গোল করে। লা লিগায় ৩২৪ গোল করে রোনালদো ছাড়িয়ে গেছেন রিয়ালের কিংবদন্তি রাউলকে। রোনালদোর ইতিহাসগড়া গোলে ভর করে রিয়ালও লেভান্তের বিপক্ষে পেয়েছে ৩-০ গোলের সহজ জয়।
২০১০ সালের সেপ্টেম্বরে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একটি গোলকে রিয়াল ধরে রোনালদোর খাতায়। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই গোলটি পেপের বলে বিবেচনা করা হয়। এই এক গোলের হেরফেরেই আনুষ্ঠানিকভাবে রেকর্ডবুকে নাম লেখাতে কিছুটা অপেক্ষা করতে হয়েছিল রোনালদোকে। শনিবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে ৩০ মিনিটের মাথায় টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে রেকর্ডগড়া গোলটি করে ফেলেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। ২৭ মিনিটে রিয়ালের পক্ষে প্রথম গোলটি করেছিলেন মার্সেলোনা। আর ৮১ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেছেন হেসে।
স্পেনের কিংবদন্তি ফুটবলার রাউল রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩২৩ গোল করেছিলেন ৭৪১ ম্যাচ খেলে। আর রোনালদো তাঁকে ছাড়িয়ে যাওয়ার জন্য খেলেছেন মাত্র ৩১০টি ম্যাচ। ২০০৯ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়ালে আসার সার্থকতা বেশ দারুণভাবেই প্রমাণ করেছেন রোনালদো। লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর নাম আছে চতুর্থ স্থানে। আগে আছেন শুধু হুগো সানচেজ (২৩৪), তেলমো জারা (২৫১) ও লিওনেল মেসি (২৮৯)।
রোনালদোর ইতিহাসগড়া ম্যাচে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার অপর ম্যাচে জয় পেয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। লা লিগার আট ম্যাচ শেষে বার্সা-রিয়াল, দুই দলেরই পয়েন্ট ১৮। তবে গোল ব্যবধানে বার্সার চেয়ে এগিয়ে আছে রিয়াল। রোববার এবারের মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়াল ও সেল্তা ভিগো। সাত ম্যাচ শেষে ভিয়ারিয়াল ও সেল্তার ঘরে জমা হয়েছে ১৬ ও ১৫ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপার আরেক প্রধান দাবিদার আতলেতিকো মাদ্রিদ। রোববার তারা খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।