ভক্তের দুই বছরের প্রতীক্ষা মেটালেন মাশরাফি
ঘটনাটা রোববার দুপুরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। উপস্থিত সাংবাদিকসহ আরো কয়েকজনের সামনে দাঁড়িয়ে, চিরাচরিত ভঙ্গিতে তখন খুনসুটি করছিলেন বাংলাদেশ অধিনায়ক। এমন সময় এক সাংবাদিকের কল্যাণে মাশরাফির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তাঁর এক ভক্ত। ২০১৭ সাল থেকে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন সেই ভক্ত। মাশরাফিও ভক্তের দুই বছরের অপেক্ষা মেটান আন্তরিকতার সঙ্গে।
মাশরাফির সেই ভক্তের নাম প্রান্ত। তাঁর বাড়ি রাজশাহী। কয়েক বছর আগে টাইগার দলপতির বোলিং অ্যাকশন হুবহু নকল করে আলোচনায় আসেন প্রান্ত। তখন থেকেই ‘নড়াইল এক্সপ্রেস’র সঙ্গে দেখা করতে উদগ্রীব ছিলেন তিনি। অনেক দিনের চেষ্টার পর প্রিয় তারকাকে দেখার জন্য সম্প্রতি রাজশাহী থেকে ঢাকায় ছুটে আসেন পদ্মাপাড়ের এই তরুণ। শেষ পর্যন্ত একজন ক্রীড়া সাংবাদিকের মাধ্যমে মাশরাফির সঙ্গে বহুল আকাঙ্ক্ষিত সাক্ষাৎ পান।
রোববার মাশরাফিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রান্ত। উপস্থিত সাংবাদিক ও অন্যদের দুষ্টুমির ছলে এ সময় ঘটনার ভিডিও করতে বারণ করেন মাশরাফি। তবে মাশরাফির বারণ সত্ত্বেও ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায়, মাশরাফির জন্য উপহার হিসেবে একটি পাঞ্জাবি নিয়ে আসেন সেই ভক্ত। শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে উপহারটা নিজেই মাশরাফির হাতে তুলে দেন তিনি। বাংলাদেশ অধিনায়কও সাদরে সেই উপহার গ্রহণ করেন।
এরপর ভক্তের কাছে মাশরাফি জানতে চান, ‘কিছু বলার আছে কি না?’ স্বপ্নের তারকাকে কাছে পেয়ে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকেন সেই ভক্ত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আশপাশের সবাইকে ভিডিও করা বন্ধ করতে বলেন ম্যাশ। তবে হতবিহ্বল ভক্ত এরপর কিছুটা সামলে নিয়ে জানান, মাশরাফির প্রচণ্ডরকম ভক্ত তিনি। হুবহু ম্যাশের মতো করে হাঁটেন, বোলিং করেন প্রান্ত। প্রতি উত্তরে দুষ্টুমি করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সব অনুকরণ করেন ঠিক আছে, কিন্তু আমার পা কিন্তু খারাপ। ওইটা অনুকরণ করবেন না।’ এ সময় ভক্তসহ উপস্থিত সবাই সজোরে হেসে ফেলেন।
এরপর সেই ভক্ত মাশরাফিকে জড়িয়ে ধরতে চান। ভক্তের চাওয়া পূরণ করে মাশরাফি নিজেই জড়িয়ে ধরেন ভক্তকে। এরপর প্রান্তর সঙ্গে আসা আরেক ভক্তের সঙ্গেও কথা বলেন ম্যাশ। তাঁদের অনুরোধে সেলফিও তোলেন। বিদায়ের মুহূর্তে ম্যাশকে উপহার দেওয়া পাঞ্জাবি পরে ফেসবুকে ছবি দেওয়ার অনুরোধ করেন প্রান্ত। প্রতি উত্তরে মাশরাফিও অবশ্যই পাঞ্জাবি পরবেন বলে কথা দেন।