শাকিরা-পিকের ঘরে দ্বিতীয় সন্তান
মাতৃত্ব ভীষণ উপভোগ করেন কলাম্বিয়ার পপ তারকা শাকিরা। গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ৮-৯টি ছেলেমেয়ে নিয়ে বিশাল এক পরিবার গড়ার ইচ্ছার কথা। অত বড় হবে কি না এখনই তা বলা সম্ভব নয়। তবে আপাতত আরেকটু বড় হয়েছে শাকিরা ও স্পেনের তারকা ডিফেন্ডার পিকের পরিবার। বার্সেলোনার এক হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ‘হিপস ডোন্ট লাই’খ্যাত শাকিরা।
পরিবারে যে নতুন সদস্য আসতে যাচ্ছে সেই সুখবর গত বছরের আগস্টে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন শাকিরা। বৃহস্পতিবার রাতে বার্সেলোনার তেকনন ক্লিনিকে কোনো জটিলতা ছাড়াই তিনি জন্ম দিয়েছেন দ্বিতীয় পুত্রসন্তান।
২০১০ বিশ্বকাপের সময় প্রথম পরিচয় পিকে-শাকিরার। তাঁর কয়েক মাস পর ২০১১ সালের মার্চে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দেন তাঁরা। ২০১৩ সালের জানুয়ারিতে তাঁদের ঘরে আসে প্রথম ছেলে মিলান।