গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। পুরো ম্যাচে একচেটিয়া খেললেও গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা। তবে মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেছেন তাদের নৈপুণ্য।
আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে। পরের ম্যাচে কিরগিজস্তান ২-১ গোলে হারায় আমিরাতকে। ফলে বিদায় হয় মধ্যপ্রাচ্যের দলটির।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানারআপ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে বাংলাদেশ এগিয়ে যায় মাত্র ত্রিশ সেকেন্ডে। দর্শকরা ঠিকমত বসার আগেই স্কোর লাইন ১-০। এগিয়ে স্বাগতিকরা। খেলা শুরুর পর সেন্টার থেকে বা প্রান্তে কৃষ্ণা রাণী সরকারের লম্বা করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের বক্সে প্রবেশ করে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন সানজিদা আক্তার (১-০)। গোলের পর প্রতিপক্ষের পোস্টে একের পর এক আক্রমণ করলেও, ফিনিশিং দূর্বলতায়। গোল আসেনি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
বার্তা সংস্থা বাসস জানায়, বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে মারিয়া-সানজিদারা। উপুর্যপরি আক্রমণের ধারায় গোলখরা কাটে ৬০ মিনিটে। দুই গোলে এগিয়ে কিছুটা রিল্যাক্স মুডে যায় বাংলাদেশ। এরই মধ্যে ৭০ মিনিটে ব্যবধান কমায় কিরগিজরা। ডানপ্রান্ত দিয়ে লম্বা পাসে বাংলাদেশে বক্সের বাইরে বল পেয়ে বদলি খেলোয়াড় জেরিনা বাংলাদেশের গোলরক্ষক রুপনকে পরাস্ত করে বল জালে পাঠান (১-২)।
গোলের পর আবারো আক্রমণে যায় ছোটনের শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ের ফলে গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষ চারে বাংলাদেশ।