জন্মদিনে পেলের অতুলনীয় উপহার
জীবনে কম উপহার পাননি ফুটবল-সম্রাট পেলে। তবে ৭৫তম জন্মদিনে যে উপহার পেলেন, তা একেবারে অতুলনীয়। ইংল্যান্ডের দু-দুটি গ্যালারি পেলের বর্ণাঢ্য ফুটবল-জীবনের সাজে সেজে উঠেছে। ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি তাতে ভীষণ অভিভূত, আবেগাপ্লুত।
শুক্রবার ৭৫ বছর পূর্ণ করলেন পেলে। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে লন্ডনের হ্যালসিয়ন গ্যালারি। শিল্প, জীবন আর ফুটবলের মাধ্যমে পেলেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়াই গ্যালারিটির লক্ষ্য। প্রদর্শনীতে স্থান পেয়েছে এই অনন্য ফুটবল-প্রতিভার ফটোগ্রাফি, মৌলিক চিত্রকর্ম, ভাস্কর্য আর ছাপচিত্র।
প্রদর্শনীটির উদ্বোধন করেছেন পেলে নিজেই। হ্যালসিয়ন গ্যালারির কাছ থেকে এমন সম্মান পেয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অভিভূত, ‘এটা সত্যিই বিশাল ব্যাপার। কারণ বেশ কয়েকজন শিল্পী আমাকে ফুটিয়ে তুলতে তাঁদের প্রচুর মূল্যবান সময় ব্যয় করেছেন। সে জন্য আমি খুবই খুশি। আমি প্রায় ৩০ বছর আগে ফুটবল খেলা বন্ধ করেছি। আর তাই এই প্রদর্শনী আমার জীবন সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে সাহায্য করবে। সে জন্য আমি গর্ববোধ করছি।’
ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নিউক্যাসলের ক্যাসল ফাইন আর্টও পেলের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। গ্যালারিটির ব্যবস্থাপক সারা মেংহান জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের আইকন পেলের ৭৫তম জন্মদিন আমাদের নতুন সংগ্রহশালার মাধ্যমে উদযাপন করা হবে। এই সংগ্রহশালার জন্য তৈরি করা শিল্পকর্মের প্রত্যেক শিল্পী ব্যক্তিগতভাবে পেলের দ্বারা অনুপ্রাণিত।’