দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সফরকারী দলের সংগ্রহ চার উইকেটে ১০১ রান। স্পিনার আবু নাঈম একাই ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট। এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশ ৩৬০ রান করে।
ফলে দ্বিতীয় দিন শেষে ২৫৯ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। হাতে আছে ছয় উইকেট। জাতীয় দলের হয়ে দুই টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন নাঈম চার উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম দিনে চার উইকেটে ২৩৩ রানের পুঁজি নিয়ে আজ সকালে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। লাঞ্চের আগেই যোগ করে আরো ১২৭ রান। ১২৪ রানে অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত আর ৯ রান যোগ করে ১৩৩ রানে আউট হন। আর ৫৪ রান সংগ্রহকারী আরেক অপরাজিত ব্যাটসম্যান আফিফ হোসেন। এই দুই ব্যাটসম্যান শুরুতেই বিদায় নিলে স্বাগতিক দলের হাল ধরেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন। তিনি ৪১ রানের যোগান দিয়ে দলের বড় সংগ্রহ গড়তে মূল্যবান অবদান রাখেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়া শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধ্বস নামিয়ে দেন ফর্ম ফিরে পাওয়া স্পিনার নাঈম। ৫৯ রানেই সফরকারী দলের প্রথম চারটি ফিরিয়ে দেন তিনি। এরপর ব্যাট হাতে লঙ্কান দলের হয়ে প্রতিরোধ গড়ে তুলেন প্রমোদ মদুভান্তে ও আসেন বান্দারা। পঞ্চম উইকেট জুটিতে অপরাজিত থেকে তারা ৪২ রান যোগ করেন।
দ্বিতীয় দিন শেষে বান্দারা ২৩ রান ও মদুভান্তে ২১ রানে অপরাজিত আছেন।