নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ‘সকারু’দের ফেডারেশন
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামী ১৪ নভেম্বর ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া ফুটবল দলের। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মামুনুল-এমিলিদের মুখোমুখি হবে ফুটবল-বিশ্বে ‘সকারু’ নামে পরিচিত দলটি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার রাতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের (এফএফএ) নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তা।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। সোমবার ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এফএফএর নিরাপত্তা বিভাগের প্রধান মার্ক স্যালিবা ও নির্বাহী কর্মকর্তা লিয়াম রায়ান। ‘সকারু’রা প্র্যাকটিস করবে ধানমণ্ডির মাঠটিতেই।
তবে এই দুই কর্মকর্তা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। তাঁদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি বাদল রায় জানিয়েছেন, ‘বাফুফের নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। এফএফএর এই দুই কর্মকর্তা ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন মহল অস্ট্রেলিয়া দলের সফর গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আশা করি অস্ট্রেলিয়া ফুটবল দলের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।’
‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে গত মাসে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দেশটির ফুটবল দলও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় আসতে ভয় পাচ্ছিল। তবে এখন ১৭ নভেম্বরের ম্যাচ নিয়ে আর কোনো দ্বিধা বা সংশয় থাকার কথা নয়।