ব্যবধান কমাতে মাঠে নেমেছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নেয় আফগানিস্তান। ব্যাট হাতে সাফল্যের পর বল হাতেও দাপট দেখাল সফরকারীরা। তাতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ৪৪ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন। তাঁর সঙ্গে ১৪ রানে আছেন তাইজুল ইসলাম।
১৪৮ রানে পিছিয়ে থেকে আজ শনিবার তৃতীয় দিন শুরু করেছে সাকিব আল হাসানের দল। হাতে আছে দুই উইকেট। তবে মোসাদ্দেক-তাইজুল গতকাল শুক্রবার শেষ সেশনে যেই লড়াইটা করেছেন, তাতে তৃতীয় দিনও তাঁদের ওপর আস্থা রাখতেই পারেন বাংলাদেশ কোচ। সবারই লক্ষ্য শেষ জুটিতে ১৪৮ রানের এই ব্যবধান কমানো।
অন্যদিকে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা আফগানদের লক্ষ্য আজ দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে নেওয়া। তাতে বড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংস খেলতে নামতে পারবে সফরকারীরা।
প্রথম ইনিংসের আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ বিবর্ণ ছিল বাংলাদেশ। আউট হওয়া প্রথম ছয় ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে ০, ১৭, ৩৩, ১১ ,০, ৬ । বাজে শটে ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন সাদমান। ইনিংস বড় করতে পারলেন না সৌম্যও। ৬৬ বল মোকাবিলা করে ১৭ রান নিয়ে ফিরে গেলেন মোহাম্মদ নবির বলে। ৩৩ রান করা লিটনকে নিজের প্রথম শিকার বানান রশিদ। এরপর আফগান অধিনায়কের বলে কাটা পড়েন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এলবির ফাঁদে ফেলে বাংলাদেশ অধিনায়ককে ১১ রানে মাঠ ছাড়া করেন রশিদ। একই ওভারের শেষ বলে মুশফিককেও সাজঘরের পথ দেখান তিনি। এরপর মাহমুদউল্লাহকেও ৭ রানে বোল্ড করেন। ১০৪ রানে ৬ উইকেট হারানোর বাংলাদেশের চারটিই নেন রশিদ।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মোসাদ্দেক ছাড়া রানের দেখা পান মুমিনুল হক। হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে ৫২ রানে বিদায়ে নেন তিনি। মূল ব্যাটসম্যানদের হারিয়ে বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। শেষের দিকে মোসাদ্দেকের ব্যাটে চড়ে ১৯৪ রানে দিন শেষ করতে পারে স্বাগতিকরা।
আফগানিস্তানের হয়ে বল হাতে ৪ উইকেট নেন রশিদ। ২ উইকেট নেন মোহাম্মদ নবি। আর কায়েস আহমেদ নেন ১ উইকেট।