মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

দলে নেই লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতিতে জ্বলে উঠলেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফরোয়ার্ড করলেন তাঁর প্রথম হ্যাটট্রিক। সঙ্গে জালের দেখা পেলেন লিয়ান্দ্রো পারেদেস। তাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সহজ জয় তুলে নেয় আর্জেন্টিনা।
আজ বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচের ১৭তম মিনিটেই গোলের খাতা খোলেন মার্টিনেজ। পারেদেসের বাড়ানো বল তিন প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানায় পাঠান ইন্টার মিলান ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর আবারো জালের দেখা পান তিনি। দ্বিতীয় গোলে আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে নেন মার্টিনেজ।
এর মাঝে ৩৩তম মিনিটে তৃতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। এবারের গোলের নায়ক পারেদেস। ডি-বক্সের মধ্যে মেক্সিকোর ডিফেন্ডার কার্লোস সালসিদোর হাতে বল লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিক থেকে স্কোর লাইন ৩-০ করেন পারেদেস।
হ্যাটট্রিক পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মার্টিনেজকেও। বিরতির আগেই আরো একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি বছরে আর্জেন্টিনার হয়ে মোট ৯ ম্যাচে আট গোল করলেন মার্টিনেস।
প্রথমার্ধে ৪-০ তে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে নিজের রক্ষণ সামলে খেলে যায়। কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগও আসে। তবে শেষ পর্যন্ত না হলে ৪-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।