চিগুম্বুরার বিশ্বাস রানআউট ছিলেন মাহমুদউল্লাহ
আরেকটি হার, আরেকটি হতাশার দিন পার করল জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে আরো একবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এল্টন চিগুম্বুরা ব্যথিত। তবে হারের দুঃখের চেয়ে মাহমুদউল্লাহর রানআউট বিতর্ক বেশি যন্ত্রণা দিচ্ছে জিম্বাবুয়ে অধিনায়ককে। তাঁর ধারণা, ব্যক্তিগত ৩২ রানে মাহমুদউল্লাহ রানআউট হয়ে গেলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত।
তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে চিগুম্বুরা বলেন, ‘মাহমুদউল্লাহ রানআউট ছিল কি না, তা নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। মাঠে আমরা যা দেখেছি, আপনারাও তা-ই দেখেছেন। তার পরও বলতে চাই, মাহমুদউল্লাহ রানআউট ছিল। আম্পায়ার আউট দেননি বলেই আমরা তা মেনে নিতে বাধ্য হয়েছি।’
আরেকটি হারের হতাশা অবশ্য লুকিয়ে রাখতে পারেননি অতিথি দলের অধিনায়ক, 'প্রতিটি হারই আমাদের কাছে হতাশার। তিন ম্যাচের তিনটিতেই হেরে যাওয়া খুবই বেদনাদায়ক। তবে টি-টোয়েন্টি সিরিজে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। ২০ ওভারের ম্যাচে যেকোনো কিছুই হওয়া সম্ভব।’
আগের দুই ম্যাচের মতো বুধবারের হারের জন্যও ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন চিগুম্বুরা, ‘গত তিনটি ম্যাচেই আমরা হেরেছি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। আজ আমাদের ব্যাটসম্যানরা ভালোই খেলছিল। কিন্তু শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলে। আমরা কয়েকটা ভুল না করলে ফলাফল অন্য রকম হতে পারত।’