ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন মাশরাফি
লক্ষ্য তেমন বড় নয়, ১৩২ রানের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজে জিততে পারেনি বাংলাদেশ। হারাতে হয়েছে ছয়টি উইকেট। শেষ পর্যন্ত স্বস্তির জয় এলেও ব্যাটসম্যানরা একটু বেশিই তাড়াহুড়া করেছেন বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা। দলের ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক কিছুটা হলেও অসন্তুষ্ট।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। ভালো ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও সাব্বির রহমান (১৮) আর নাসির হোসেন (১৬) বেশিদূর যেতে পারেননি। একসময় তো ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল স্বাগতিক দল।
মাশরাফি তাই ব্যাটিং নিয়ে অসন্তোষ চেপে রাখতে পারেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত যে জয় পেয়েছি, সেটাই সবচেয়ে স্বস্তির কথা। তবে এমন ব্যাটিং মোটেও কাম্য নয়। আমি এমন ব্যাটিং চাইনি। আমাদের ব্যাটসম্যানরা একটু বেশিই তাড়াহুড়া করেছে।’
প্রত্যেক ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে পারলে জয় অনেক সহজে আসত বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘জিম্বাবুয়ে মাত্র ১৩১ রান করেছিল। আমাদের ব্যাটসম্যানরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেললে সহজেই এই রান চেজ করা যেত। পরের ম্যাচে যেন এমন না হয় সে ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে। না হলে বিপদ হতে পারে।’