চোটে অনিশ্চিত এমবাপ্পে

২০২০ সালের ইউরো বাছাইয়ে আইসল্যান্ড আর তুরস্কের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচ দুটিকে সামনে রেখে চোট থেকে ফেরা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দল ঘোষণা করেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। কিন্তু পুনরায় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন এই তরুণ ফরোয়ার্ড। তাতে জাতীয় দলের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়ল।
লিগ ওয়ানে আজ শনিবার ঘরের মাঠে অঁজির মুখোমুখি হবে পিএসজি। কিন্তু এর আগেই গতকাল শুক্রবার পিএসজি কোচ টমাস তুসেল জানালেন, এমবাপ্পে চোট পাওয়ার বিষটি। কোচের কথায়, ‘আপাতত সে কোনো ব্যথা অনুভব করছে না। কিন্তু আমাকে জানিয়েছে, সে স্বচ্ছন্দ বোধ করছে না।’
সুস্থ হয়ে ফিরতে এমবাপ্পের ফিরতে ১০ দিনের মতো সময় লাগবে বলে মানে করেন তুসেল। যদি তাই হয় তাহলে নিশ্চিতভাবে ফ্রান্স জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ মিস করতে পারেন এই ফরোয়ার্ড।
আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে হবে প্রথম ম্যাচ। পরের ম্যাচে ১৪ তারিখ ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরো বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে ছয় ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।