‘সকারুদের’ জন্য নজিরবিহীন নিরাপত্তা
অনেক দ্বিধা-সংশয় ও নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ফুটবল দল, যাদের পরিচিতি ‘সকারু’ নামে। নিরাপত্তা নিয়ে অনেক কথাবার্তা ওঠায় অস্ট্রেলিয়ার ফুটবলারদের জন্য নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে বাংলাদেশ।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচকে ঘিরে বাংলাদেশ নিয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থান। অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচের তুলনায় নিরাপত্তাব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার সহকারী পুলিশপ্রধান মারুফ হাসান। তিনি বলেছেন, ‘নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পর খেলার দুই দিন আগে বন্ধ করে দেওয়া হবে স্টেডিয়ামের আশপাশের সব দোকানপাট। স্টেডিয়ামের আশপাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হবে। ম্যাচ শুরুর আগে পুরো স্টেডিয়ামের নিরাপত্তা পর্যালোচনা করবে আমাদের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ বিভাগ।’
গত মাসে ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। বিদেশি নাগরিক ও লেখক-প্রকাশকদের ওপর সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়ার ফুটবল দলও দ্বিধায় পড়ে যায় বাংলাদেশ সফর নিয়ে। শেষ পর্যন্ত ফিফা, এশিয়ার ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পর বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেয় অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন (এফএফএ)।
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য শনিবারই সিডনি ছেড়েছে ‘সকারু’রা। সিঙ্গাপুরে বিরতি দিয়ে অনুশীলনও করেছেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশে পা রাখার কথা তাঁদের।