দিবারাত্রির টেস্ট খেলতে রাজি কোহলি

কয়েক বছর ধরে দিবারাত্রির টেস্টের রীতি চালু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি দল দিবারাত্রির টেস্ট খেলার স্বাদও পেয়েছে। কিন্তু এশিয়ার দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত এখনো সে স্বাদ পায়নি। তবে দুই দলের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে সেই আক্ষেপ মিটবে বলে আশা করা হচ্ছে।
দিবারাত্রির টেস্ট নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিজের মতামত জানিয়ে দিয়েছেন। এই টেস্ট খেলতে রাজি তিনি। তবে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী তেমনটাই জানিয়েছেন।
বিসিসিআই প্রধান হিসেবে সৌরভ দায়িত্ব নেওয়ায় তাঁকে সংবর্ধনা দিতে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আমরা সবাই এটা (দিবারাত্রির টেস্ট) নিয়ে ভাবছি। এ বিষয়ে আমরা কিছু করব। আমি দিবা-রাত্রি টেস্টের পক্ষে। কোহলি এতে রাজি। পত্রিকায় আমি অনেক সংবাদ দেখেছি যে সে রাজি নয়, কিন্তু তা সঠিক নয়। মানুষ কাজ শেষ করে চ্যাম্পিয়নদের খেলা দেখতে আসবে। আমি জানি না কবে হবে, তবে হবে।’
মাত্রই বিসিসিআইর সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি। দায়িত্ব পেয়ে আর বসে নেই নবনির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে কাজে নেমে পড়েছেন তিনি। প্রথম দিন থেকেই তিনি ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ তৈরির কাজে লেগে পড়েছেন।
এরই মধ্যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেছেন। নির্বাচকদের সঙ্গেও বৈঠক করেছেন। ঘরোয়া ক্রিকেটারদের জন্যও দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য এবং কোহলি ও রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেন। সবার সঙ্গে আলোচনার পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।