মৌয়ের নাচে শুরু, আসছেন হৃত্বিক-জ্যাকুলিন
অপেক্ষার প্রহর শেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের নাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী আয়োজন।
ছয় দলের বিপিএল টি-টোয়েন্টির ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামী রোববার থেকে। তবে তার দুদিন আগে বিকেলে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রায় চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড তারকা হৃত্বিক রোশন। তাঁর সঙ্গে থাকবেন বলিউডের নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। থাকছে ভারতের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মনোমুগ্ধকর পরিবেশনাও।
শুধু ভারত নয়, বাংলাদেশের তারকাশিল্পীদের সুরের মূর্ছনাতেও ভেসে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সন্ধ্যা ৬টায় সংগীত পরিবেশন করেন ব্যান্ড এলআরবি। এরপর সংগীত পরিবেশন করেন আরেক ব্যান্ড চিরকুট ও সংগীতশিল্পী মমতাজ।
এরপর স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর বক্তব্যের পর বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর গোটা স্টেডিয়াম ছেয়ে যায় মনোমুগ্ধকর আতশবাজির রঙিন আলোয়।
আতশবাজি প্রদর্শনীর পর একে একে মঞ্চে ওঠেন বিপিএলের ছয় দলের পাঁচ আইকন প্লেয়ার। ক্যাটাগরিভিত্তিক ক্রিকেটারদের বাইরে রেখে ‘আইকন’ হিসেবে ছয়টি ফ্রাঞ্চাইজি দলের জন্য ছয়জন দেশসেরা ক্রিকেটার বাছাই করা হয়। এই ছয়জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মাশরাফি বিন মর্তুজা, রংপুর রাইডার্সের সাকিব আল হাসান, সিলেট সুপারস্টার্সের মুশফিকুর রহিম, চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল, বরিশাল বুলসের মাহমুদউল্লাহ রিয়াদ এবং ঢাকা ডায়নামাইটসের নাসির হোসেন।
এঁদের মধ্যে কেবল রংপুর রাইডার্সের আইকন প্লেয়ার সাকিব আল হাসান উপস্থিত হতে পারেননি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদ্যোজাত মেয়ের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। তবে সাকিবের পরিবর্তে দলটির আরেক খেলোয়াড় সৌম্য সরকার হাজির ছিলেন উদ্বোধনী মঞ্চে।
আইকন খেলোয়াড়দের পর রাত ৮টা ১০ মিনিটে মঞ্চে আসেন ভারতীয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)।
এদিকে আজ শুক্রবার বিকেলে বিপিএল আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছিল, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের পর গাইবে ব্যান্ড চিরকুট। এরপর দর্শক মাতাতে আসবে ব্যান্ড এলআরবি। আর সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন সংগীতশিল্পী মমতাজ।
সন্ধ্যা ৭টায় মঞ্চে আসবেন ভারতীয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কে কে)। এরপর ৮টায় উদ্বোধনী ভাষণ দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রাত সাড়ে ৮টায় দর্শক মাতাতে আসবেন ভারতীয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত থাকবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের পারফর্ম।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছয় ঘণ্টার এ অনুষ্ঠানটি বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবমঞ্চে এক কর্মী গুরুতর আহত হওয়ায় অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৫টায় শুরু হয়। বিপিএল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিবিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মোট খরচ হবে তিন কোটি টাকা।
মাঠে গিয়ে দর্শকরা উপভোগ করতে পারবেন বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠান। টিকেটের দাম ধরা হয়েছে ৩০০ থেকে ১০ হাজার টাকা। অবশ্য ঘরে বসেও দেখা যাবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
শুধু খেলা নয়, নৃত্য-গীতের ঝঙ্কারেও সবার মন জয় করার লক্ষ্য নিয়ে এই জমকালো আয়োজন বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষের। কিছু দিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘বিপিএলের প্রথম দুই আসরের ধারাবাহিকতা ধরে রেখে আমরা এবারও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাই। তাই হৃত্বিক ও জ্যাকুলিনকে আনার পরিকল্পনা। তবে আমরা শুধু বিদেশি শিল্পীই আনছি না, এ দেশের জনপ্রিয় শিল্পীদেরও রাখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে।’
সেই কথা রেখেই রাতের ঢাকায় হৃত্বিক-জ্যাকুলিন আর মমতাজে বিপিএলের জমকালো উদ্বোধনের প্রতীক্ষায়!