বার্নাব্যুতে আবার ঘটল সেই বিরল ঘটনা
স্পেনের দুই শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চরম প্রতিদ্বন্দ্বিতার কথা ফুটবল-বিশ্বে সর্বজনবিদিত। ফুটবল ও রাজনীতি—দুই ক্ষেত্রেই চরম বৈরী অবস্থানে থাকেন স্পেনের রাজধানী ও স্বাধীনতাকামী কাতালোনিয়ার বাসিন্দারা। রাজনীতির উত্তাপ ছড়ায় ফুটবল মাঠেও। এমন একটা দ্বৈরথে দর্শকসারি থেকে প্রতিপক্ষের খেলোয়াড়কে দাঁড়িয়ে অভিনন্দন জানানোর ঘটনা খুব বেশি ঘটে না। বিরলতম সেই ঘটনা আবার ঘটেছে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
ঠিক ১০ বছর আগে, ২০০৫ সালের ১৯ নভেম্বর বার্নাব্যুতে রিয়াল সমর্থকদের মন জিতে নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। দারুণ দুটি গোল করে সেবার রিয়ালকে হারিয়েছিলেন ৩-০ গোলে। কিন্তু যাঁর দুর্দান্ত নৈপুণ্যের সামনে নত হয়ে প্রিয় দলকে হারের মুখ দেখতে হলো, সেই প্রতিভাবান ফুটবলারকে দাঁড়িয়েই অভিবাদন জানিয়েছিলেন রিয়ালের সমর্থকরা; রোনালদিনহোকে সম্মান দেখিয়ে তীব্র করতালিতে মুখরিত করেছিলেন বার্নাব্যু স্টেডিয়াম। শনিবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো রিয়ালের মাঠ বার্নাব্যুতে। এবার এই বিরল সম্মানটি পেলেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করে স্পেনকে শিরোপা জেতানোর পর ইনিয়েস্তা এমনিতেই তীব্র জনপ্রিয় স্পেনজুড়ে। আর রিয়ালের বিপক্ষে দারুণ সৃজনশীল ফুটবল খেলে সবাইকে রীতিমতো মুগ্ধ করে দিয়েছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। সেরা তারকা লিওনেল মেসি ম্যাচের বেশির ভাগ সময় মাঠে না থাকলেও বার্সা তুলে নিয়েছে ৪-০ গোলের দারুণ জয়। ইনিয়েস্তা করেছেন একটি গোল। ৭৭ মিনিটের মাথায় তিনি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তুমুল করতালিতে ফেটে পড়েছিল বার্নাব্যু স্টেডিয়াম।
শনিবারের ম্যাচটিসহ ইনিয়েস্তা খেলেছেন ৩২টি ‘এল ক্লাসিকো’। জিতেছেন ১৪টিতে। ড্র হয়েছে ১০টি ম্যাচ। আর হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১০টি ম্যাচে। শনিবারের গোলটি ছিল তাঁর তৃতীয় ‘এল ক্লাসিকো’ গোল।