টিকেট ছাড়াই মাঠে ঢুকে পড়ল কয়েকশ দর্শক
রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শেষ হওয়ার পথে তখন। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচ শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা আগে আজ রোববার বিকেল পৌনে ৫টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটে গেল একটি অপ্রীতিকর ঘটনা। টিকেট ছাড়াই ঢাকা ডায়নামাইটসের কয়েকশ দর্শক মাঠে ঢুকে পড়েছে।
বিসিবির নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এই সময় নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে ঢুকে পড়া এই সব দর্শকের একজনেরও হাতে ছিল না টিকেট। এদের মধ্যে কেউ কেউ মোটরসাইকেলে চড়ে গেট পার হন।
এ ব্যাপারে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'আসলে ঘটনাটি খুবই দুঃখজনক। টিকেট ছাড়া স্টেডিয়ামে ঢুকে পড়াটা কোনোভাবেই কাম্য নয়। অবশ্য যারা টিকেট ছাড়া স্টেডিয়ামে ঢুকেছে আমরা পরে তাদের বের করে দিয়েছি। দর্শকরা যেহেতু ঢাকা ডায়নামাইটসের, তাই আমরা দলটিকে সতর্ক করে দিয়েছি।'
তবে আসরটি শুরু হওয়ার প্রথম দিনেই এমন অপীতিকর ঘটনা ঘটায় সামলোচনার মুখে পড়তে হয় বিসিবিকে। তাই এই ব্যাপারে পরবর্তী সময়ে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা, 'এমন ঘটনা যেন না ঘটে অবশ্যই এ ব্যাপারে আমরা পরবর্তী সময়ে সতর্ক থাকব।'