সাকিবের নৈপুণ্যে রংপুরের বিশাল জয়
বিপিএলের প্রথম ছয়টি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা আর নাটকীয়তা। কিন্তু সপ্তম ম্যাচটা হলো একেবারেই একপেশে। সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতেই ঢাকার ইনিংস গুটিয়ে গেছে ১০৭ রানে। ৬৯ রানের বিশাল জয় পেয়েছে সাকিবের দল রংপুর রাইডার্স।
ব্যাট হাতে ১৫ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেছেন রংপুরের অধিনায়ক সাকিব। চার ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ডায়নামাইটসের। প্রথম ওভারে বল করতে এসে মাত্র দুই রান দিয়েছিলেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারে ঢাকাকে জোড়া ধাক্কা দিয়ে তুলে নিয়েছেন দুই ওপেনার শামসুর রহমান (২) ও নাসির জামশেদের (১১) উইকেট। তৃতীয় উইকেটে ২০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক সাঙ্গাকারা ও মোসাদ্দেক হোসেন।
কিন্তু সপ্তম ওভারে মোসাদ্দেককে আউট করে ঢাকাকে আরো চাপে ফেলে দিয়েছেন আরাফাত সানি। ১১তম ওভারে অধিনয়াক সাঙ্গাকারাকে (২৯) আউট করে ঢাকাকে আরো বড় ধাক্কা দেন এই বাঁ হাতি স্পিনার। এক ওভার পর ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডুশকাটেকেও (৮) সাজঘরমুখী করেন থিসারা পেরেরা। তখনই হার প্রায় নিশ্চিত হয়ে যায় ঢাকার। শেষ দিকে নাসির হোসেনের ১৫, আবুল হাসানের ১০ ও ইয়াসির শাহর ১২ রান হারের ব্যবধান শুধু কমাতে পেরেছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের ৫১, মোহাম্মদ মিঠুনের ৩৪, থিসারা পেরেরার ২৭ ও সাকিবের ২৪ রানের ওপরে ভর করে ছয় উইকেটে ১৭৬ রানের ভালো সংগ্রহ গড়েছিল রংপুর।