গাড়ি নিয়ে সাকিবের রসিকতা!
বিপিএলের প্রথম দুই আসরেই সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। দুবারই পুরস্কার হিসেবে পেয়েছিলেন গাড়ি। বিপিএলের তৃতীয় আসরে পুরস্কারের তালিকায় গাড়ি নেই। সেজন্য সাকিব আল হাসান নাকি খেলায় মনোযোগ দিতে পারছেন না! বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সকে হারানোর পর সংবাদ সম্মেলনে এ নিয়ে রসিকতাও করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এবারের বিপিএলে বোলার সাকিবের দারুণ পারফরম্যান্স। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনিই এখন টুর্নামেন্টের সফলতম বোলার। তবে ব্যাট হাতে কিছুটা যেন অনুজ্জ্বল। সিলেটের বিপক্ষে ম্যাচ জেতানো ৩৩ রান করলেও সব মিলিয়ে সাকিবের রান ৬৪।
এমন পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট কি না এমন প্রশ্নে সাকিব মজা করে সাংবাদিকদের বললেন, ‘আগের দুটো বিপিএলে গাড়ি ছিল। কিন্তু এবার গাড়ি নেই। গাড়ি থাকলে আকর্ষণটা একটু বেশি থাকত। হয়তো পারফরম্যান্সও আরো ভালো হতো।’
তবে এর পরই ‘সিরিয়াস’ হয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বলেন, ‘যখন-যেখানেই খেলিনা কেন, সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। হ্যাঁ, বুঝতে পারছি যে পারফরম্যান্স আরো ভালো হতে পারত। সামনে আরো ম্যাচ আছে। আশা করি আরো ভালো খেলতে পারব।’