বিপিএলে শতকের অপেক্ষায় ‘বরিশালের গেইল’
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধুম-ধাড়াক্কা ব্যাটিং আর চার-ছক্কার ফোয়ারা। বিশ ওভারের এই ক্রিকেটের সঙ্গে ক্যারিবীয় আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলের দারুণ সখ্যতা। বিশ্বের যে প্রান্তেই হোক, কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে অথচ তিনি নেই এমন ঘটনা বিরল। বিপিএল নামে পরিচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগও গেইলের দ্যুতিতে ভাস্বর। আগের দুটো আসরে তিন-তিনটি শতক করে বিপিএলের উত্তেজনা বহু গুণ বাড়িয়ে দিয়েছিলেন তিনি।
২০১২ সালে প্রথম বিপিএলে গেইল খেলেছিলেন বরিশাল বার্নার্সের হয়ে। সেবার মাত্র পাঁচ ম্যাচ খেলে ৯৬ গড়ে ২৮৮ রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল দুটি অসাধারণ শতক। পরের আসরে খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ২০১৩ সালের বিপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। আর এক ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স। সিলেট রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে গেইলের ব্যাট থেকে এসেছিল ৫১ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস।
এবারের বিপিএলের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পথে। অথচ এখনো গেইল-ঝড় দেখা যায়নি। তবে ক্রিকেট-ভক্তদের অপেক্ষার পালা শেষের পথে। বরিশাল বুলসের হয়ে খেলতে আগামী ৪ ডিসেম্বর তাঁর ঢাকায় এসে পৌঁছানোর কথা। বরিশালের বাকি সব ম্যাচ খেলার সম্ভাবনাই বেশি।
পিঠের চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল গেইলকে। সেরে ওঠার লক্ষ্যে গত আগস্টে পিঠে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। প্রায় চার মাস মাঠের বাইরে থাকার পর বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের এই আক্রমণাত্মক ওপেনার।
ঢাকায় পা রাখার আগেই প্রতিপক্ষের বোলারদের উদ্দেশে একটা ‘হুমকি’ও দিয়ে রেখেছেন গেইল। টুইটারে জানিয়ে দিয়েছেন, বিপিএলে শতক করতে তিনি উন্মুখ।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস বরিশাল বুলসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ একটি শতক করেছেন। এবারের বিপিএলে এটাই প্রথম শতক। বিসিবির অফিশিয়াল টুইটার পেজে এই শতকের খবর দেওয়া হয়েছিল। সেখানেই গেইলের মন্তব্য, ‘আমি পৌঁছানোর পর আরেকটা বুক করে রাখুন!’