আমার জীবনের বাজে একটা দিন : সাকিব
তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ঘরোয়া বা আর্ন্তজাতিক সব ক্রিকেটেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেন বলে তাঁর ওপরে দল একটু বেশিই নির্ভর করে। অথচ সেই সাকিব আল হাসানই বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চরম ব্যর্থ। নিজে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই ব্যর্থ হয়েছেন। দলও ৭২ রানের বিশাল ব্যবধানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে। এমন বাজে দিন কমই এসেছে সাকিবের ক্রিকেট-জীবনে। তাই তিনি ভীষণ হতাশ।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চার ওভার বল করে ৪২ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। এরপর ব্যাট করতে নেমে প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেছেন শূন্য হাতে।
একে তো ব্যক্তিগত খারাপ পারফরম্যান্স। তার ওপর দলের বিশাল ব্যবধানে হার। খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব তাই হতাশা লুকিয়ে রাখতে পারেননি, ‘খুব বাজে একটা ম্যাচ খেললাম। এটা আমার জন্য খুবই হতাশাজনক। একে তো দলের হার, তার ওপরে আমি নিজেও বাজে পারফর্ম করেছি। জাতীয় দলের হয়েও এমন কয়েকটি হতাশার ম্যাচ ছিল আমার। অবশ্য ক্রিকেটে এমনটা হতেই পারে। প্রত্যেক দিন সবার সমান যায় না।’
পরে ম্যাচেই স্বরূপে ফেরার প্রত্যাশা জানিয়ে দেশের সবচেয়ে বড় ক্রিকেট-তারকা বলেন, ‘ফাইনালে খেলতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আমাদের জিততেই হবে। আশা করছি সেই ম্যাচে নিজেকে ভালোভাবে ফিরে পাব। দলের পক্ষে মূল্যবান অবদান রাখতে পারব।’