২০১৫ : ফিফার দুর্নীতি কেলেঙ্কারি ও বার্সেলোনার বছর
২০১৫ সাল ফুটবল বিশ্বের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়েই থাকবে ইতিহাসের পাতায়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পুরো বছরই আলোচনার কেন্দ্রে ছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। গ্রেপ্তার করা হয়েছিল উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে। আর বছরের শেষে আট বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ফিফা ও উয়েফার সভাপতি সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনিকে। মাঠের লড়াইয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে ২০১৫ সালটা স্মরণীয় করে রেখেছে বার্সেলোনা। মাত্র নয় মিনিটের মধ্যে পাঁচটি গোল করে রেকর্ডবুকে তোলপাড় তুলেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি। দুর্দশার মধ্যে পড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের শিরোপাজয়ী চেলসিকে। বছরের শেষে তারা আছে পয়েন্ট তালিকার ১৪তম স্থানে।
গত মে মাসে ফিফার সভাপতি নির্বাচনের কয়েকদিন আগে ফুটবল বিশ্বে তোলপাড় উঠেছিল অবৈধ আর্থিক লেনদেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে। পুলিশি অভিযান চালানো হয়েছিল ফিফার সদর দপ্তরে। পঞ্চম দফায় সভাপতি নির্বাচিত হলেও প্রবল সমালোচনার মুখে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন সেপ ব্ল্যাটার। পরে এই দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গেছে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির নামও। আগামী ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি নির্বাচনের ভোটেও অংশ নেওয়ার কথা ছিল প্লাতিনির। কিন্তু ব্ল্যাটারের সঙ্গে তিনিও পেয়েছেন আট বছরের নিষেধাজ্ঞা। ফলে আগামী ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে পারবেন না প্লাতিনি।
২০১৫ সালে মাঠের লড়াইয়ে দাপট দেখিয়েছে বার্সেলোনা। ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয়ের পর উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপাও উঠেছে কাতালানদের ট্রফি কেসে। স্প্যানিশ সুপার লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের মুখে দেখতে না হলে ২০০৯ সালের মতো এক বছরে সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের অনন্য রেকর্ডের পুনরাবৃত্তি করতে পারত বার্সা। বরাবরের মতো দলের এই দুর্দান্ত সাফল্যের পেছনে বড় অবদান ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এ বছর ব্রাজিলিয়ান তারকা নেইমারও দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। ইনজুরির কারণে মেসি দুই মাস মাঠের বাইরে থাকলেও তাঁর অভাব টের পেতে দেয়নি নেইমার-সুয়ারেজ জুটি। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নিয়েছেন নেইমারও।
দারুণ একটা বছর কাটিয়েছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদভস্কি। গত ২২ সেপ্টেম্বর বুন্দেসলিগার ম্যাচে উল্ফসবুর্গের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র নয় মিনিটের মধ্যেই পাঁচটি গোল করে রেকর্ড গড়েছেন এই পোলিশ স্ট্রাইকার। গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে হ্যাটট্রিক (তিন মিনিট ২২ সেকেন্ড), চার (পাঁচ মিনিট ৪২ সেকেন্ড) ও পাঁচ গোলের নতুন রেকর্ড। বুন্দেসলিগার প্রথম খেলোয়াড় হিসেবে বদলি হিসেবে মাঠে নেমে পাঁচ গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন লেভানদভস্কি। জাতীয় দলের জার্সি গায়েও তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে করেছেন সবচেয়ে বেশি, ১৩টি গোল। তাঁর দারুণ পারফরম্যান্সের সুবাদেই তৃতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে পোল্যান্ড।
উল্টো পথে হেঁটেছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংল্যান্ডের সেরা ক্লাবগুলো। গতবারের শিরোপাজয়ী চেলসি ২০১৫ সাল শেষ করেছে পয়েন্ট তালিকার ১৪তম অবস্থান নিয়ে। ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ২০ পয়েন্ট। ক্রমাগত বাজে পারফরম্যান্সের কারণে কোচের পদ থেকে বহিষ্কার করা হয়েছে জোসে মরিনিয়োকে। চেলসির মতো এতটা খারাপ অবস্থা না হলেও খুব একটা স্বস্তিতে নেই ম্যানচেস্টার ইউনাইটেডও। প্রিমিয়ার লিগের সর্বশেষ সাতটি ম্যাচে জয়ের দেখা পায়নি ইংল্যান্ডের সফলতম এই ক্লাব। প্রচণ্ড চাপের মুখে আছেন কোচ লুইস ফন গালও। অন্যদিকে প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে চলেছে লিস্টার সিটি। ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়ার পর তারা মৌসুম শেষ করেছিল ১৪তম অবস্থান নিয়ে। আর এবারের মৌসুমে বেশির ভাগ সময় লিস্টার সিটির দখলেই ছিল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
বাংলাদেশের জন্য ২০১৫ সালটা ছিল ব্যর্থতায় ঠাসা। সাফ গেমসের প্রথম দুইটি ম্যাচেই আফগানিস্তান, মালদ্বীপের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। ফিফা র্যাঙ্কিংয়েও হয়েছে বেশ অবনতি। বছর শেষে বাংলাদেশের অবস্থান ১৮২।