আরামবাগের ৩০ লাখ টাকা জরিমানা
বাংলাদেশের ফুটবল এমন লজ্জাজনক ঘটনার খুব বেশি সাক্ষী হয়নি। গত ২২ ডিসেম্বর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের একটি ম্যাচে হেরে যাওয়ার পর বাফুফে ভবনে হামলা চালিয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘের একদল ক্ষুব্ধ সমর্থক। বাংলাদেশ পুলিশের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ার দুঃখে ভবনের কয়েকটি কক্ষ ও গাড়ি ভাঙচুর করা ছাড়াও কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেছিল তারা। সে জন্য কঠিন শাস্তি পেতে হচ্ছে আরামবাগকে।
সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য বড় অঙ্কের জরিমানার টাকা গুনতে হচ্ছে মতিঝিলের ক্লাবটিকে। এক জরুরি সভায় বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আরামবাগকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে তারা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘আরামবাগ সমর্থকদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। তাই নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে হেরে যাওয়ার পর আরামবাগের সমর্থকরা মাঠে ঢুকে রেফারিকেও লাঞ্ছিত করেছিল। স্টেডিয়াম থেকে বেরিয়েই তারা হামলা চালিয়েছিল বাফুফে ভবনে। এই ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বাফুফে।