বার্সেলোনার পর হোঁচট খেল রিয়াল মাদ্রিদও
শনিবার এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করে নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে পারেনি গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও হেঁটেছে একই পথে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইউরোপের সফলতম ক্লাবটিকে।
ভ্যালেন্সিয়ার মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল রিয়াল। ১৬ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে বল পেয়ে গোল করেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে খেলায় সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। ৬৮ মিনিটে মিডফিল্ডার মাত্তেও কোভাচিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। কিছুটা দুর্বল হয়ে পড়লেও ৮২ মিনিটে একটি গোল করে জয়ের আশা জাগিয়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু পরের মিনিটেই আরেকটি গোল করে রিয়ালের জয়ের আশা ধুলিসাৎ করে দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড প্যাকো আলকাসার। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করার পর ১৮ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে রিয়ালকে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩৯ পয়েন্ট। তবে রিয়াল ও আতলেতিকোর চেয়ে একটি ম্যাচ কম খেলেছে বার্সেলোনা।