বঙ্গবন্ধু কাপে আশাবাদী মারুফুল
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপ একদমই ভালো কাটেনি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল লাল-সবুজের দলের। সেই ব্যর্থতা পেছনে ফেলে আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জাতীয় দলের কোচ মারুফুল হক।
আগামী ৮ জানুয়ারি যশোরের শহীদ শামসুল হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচ খেলতে সোমবার সন্ধ্যায় যশোরে পৌঁছেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার বিকেলে যশোর পুলিশ লাইন মাঠে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মারুফুল বলেন, ‘আমাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। আমাদের দলের প্রতিটি সদস্যের মধ্যে বোঝাপড়া ভালো। ঘরের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করার সুযোগ পেয়েছে তারা। আশা করি এবারও আমরা ফাইনালে খেলব আর শিরোপাও জিতব।’ গতবার ফাইনালে উঠলেও মালয়েশিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।
পুলিশ লাইন মাঠে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন জাতীয় দলের ফুটবলাররা।