শেষ দুই ম্যাচের দলে নেই মুশফিক-মুস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দু্ই ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে যাবে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের শেষ দুই ম্যাচের দলে তাই ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ সদস্যের দলের বাইরে রাখা হয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এ ছাড়া অলরাউন্ডার শুভাগত হোম ও পেসার আল আমিন হোসেনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। আর প্রথমবারের মতো টি-টোয়েন্টির দলে জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিক মূলত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন, ‘মুশফিকের এই চোট সেরে উঠতে দুই-তিন সপ্তাহ লেগে যেতে পারে। সোমবার ঢাকায় তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মূলত তখনই জানা যাবে তার চোট কতটা গুরুতর।’
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে রান নেওয়া সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এই ম্যাচে তিনি ২৬ বলে ২৪ রান করেন।
মুশফিক চোটের কারণে দল থেকে বাদ পড়লেও মুস্তাফিজকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের কম্বিনেশন ঠিক করার লক্ষ্যে এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে দলে। তারই অংশ হিসেবে দলে ব্যাপক পরিবর্তন আনা হয়।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।