মুস্তাফিজের অভাবের কথা বললেন মাশরাফি
বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে শেষ ম্যাচে জয় আসেনি বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর মতে, দলে মুস্তাফিজ ও আল আমিন থাকলে বিপর্যয় এড়ানো যেত।
অধিনায়কের আশা, এশিয়া কাপ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। এই সময়ের মধ্যে সব ভুলক্রটি শুধরে নেওয়া হবে।
পরপর টানা দুটি টি-টুয়েন্টি ম্যাচ হেরে আজ কিছুটা বিধ্বস্তভাবে প্রেস ব্রিফিংয়ে আসেন টাইগার অধিনায়ক। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার ফল এই পরাজয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আসলে আজ টপঅর্ডার ব্যাটম্যানদের ব্যর্থতার কারণে এই ফলাফল। তিনি বলেন, প্রথম তিন ওভারে ১৭ রান সংগ্রহ করে চারজন আউট। সেখানেই পরাজয়টা হয়ে গেছে। পরে মাহমুদুল্লাহ ও সোহানের ব্যাটিং আশা জাগালেও আর ব্যাটসমান না থাকায় খেলায় ফিরে আসা সম্ভব হয়নি।
টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটিং, আবু হায়দার রনি ও তাসকিনের প্রশংসা করে বলেন, কিন্তু শেষ সফলতা পাওয়া যায়নি। মূলত টপঅর্ডার ব্যাটসম্যানরা ফ্লপ করায় ম্যাচ হাতছাড়া হয়ে গেছে।
এশিয়া কাপের এখনো এক মাস বাকি আছে। তার আগে দলের লিকেজগুলো ঝালাই করে নেওয়া হবে। এই সময়ের প্রশিক্ষণে দলের কম্বিনেশন ফিরে পাবে। বলছিলেন মাশরাফি।
এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, তৃতীয় ম্যাচে জয়ী হয়ে জিম্বাবুয়ে দল উজ্জীবিত হয়েছিল যা শেষ ম্যাচেও তারা ধরে রেখে জয়ী হয়। টি-টোয়েন্টি ম্যাচে যে কোনো সময় ফলাফল বদলে যাওয়া মতো ঘটনা থাকতে পারে। তবে প্রথম তিন ওভারে চার উইকেট না হারলে ফলাফল অন্যরকম হতো।
নড়াইল এক্সপ্রেস এক প্রশ্নের জবাবে মুস্তাফিজকে বিশ্বসেরা বোলার হিসেবে আখ্যা দেন। বলেন, মুস্তাফিজ ও আল আমিন হোসেন দলে থাকলে এই বিপর্যয় হতো না।
প্রেস ব্রিফিংয়ে সফরকারী জিম্বাবুয়ে দলের হ্যামিলটন মাসাকাদজা বলেন, তৃতীয় ম্যাচে তাঁরা খেলায় ফিরে আসেন। সেই ধারাবাহিকতা ধরে রেখেই আজকের বিজয়ে তাঁরা সিরিজ ড্র করতে সমর্থ হয়েছেন। তিনি এই জয় টি-টোয়েন্টির বিশ্বকাপে ভালো ফলাফল রাখতে সহায়তা করবে বলে দাবি করেন।
মাসাকাদজা বলেন, তাঁরা পরিকল্পনা কাজে লাগিয়েছেন। সেই সঙ্গে টস জিতে বড় রান করায় দল জয়ী হয়েছে বলে জানান।