মেসির গোলে লা লিগার শীর্ষে বার্সা
এ বছরের শুরুতেই এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়েছিল বার্সেলোনাকে। তবে খুব বেশি দিন দ্বিতীয় স্থানে থাকতে হলো না গতবারের শিরোপাজয়ীদের। লিওনেল মেসির দারুণ গোলে ভর করে মালাগাকে ২-১ গোলে হারিয়ে আবার শীর্ষস্থান দখল করেছে কাতালানরা।
লা লিগার ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৪৩ পয়েন্ট।
মালাগার বিপক্ষে ম্যাচের শুরুতেই মুনির আল হাদ্দাদির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। দুই মিনিটের মাথায় গোল করেছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে খেলায় সমতা ফেরায় মালাগা। ৩২ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন মালাগার মিডফিল্ডার জুয়ানপি। দ্বিতীয়ার্ধে, ৫১ মিনিটে দারুণ এক ভলি থেকে গোল করেন এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। শেষপর্যন্ত এটিই থেকে যায় ম্যাচের জয়সূচক গোল হিসেবে।
রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে জয় পেলে অবশ্য বার্সেলোনাকে ছাড়িয়ে যেতে পারবে আতলেতিকো মাদ্রিদ। কিন্তু এক ম্যাচ কম খেলার সুবিধাটা থাকবে বার্সার কাছে। নিজেদের ২১তম ম্যাচে নিচের সারির ক্লাব রিয়াল বেটিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।