চেলসির কাছে হারল আর্সেনাল
গতবারের শিরোপাজয়ী চেলসি এবারের মৌসুমে কাটাচ্ছে ভয়াবহ খারাপ সময়। প্রিমিয়ার লিগের ২২ ম্যাচে জয় পেয়েছিল মাত্র ছয়টিতে। অন্যদিকে ২২ ম্যাচের ১৩টিতে জয় দিয়ে শিরোপা লড়াইয়ের দৌড়ে প্রথম সারিতে ছিল আর্সেনাল। কিন্তু নিজেদের ২৩তম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে দারুণ ফর্মে থাকা আর্সেনালকেই হারিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা চেলসি। ডিয়েগো কস্তার গোলে চেলসি জিতেছে ১-০ ব্যবধানে।
ম্যাচের প্রায় পুরোটা সময়ই অবশ্য আর্সেনালকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। ১৮ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্সেনালের ডিফেন্ডার পার মারটেসকারকে। পাঁচ মিনিট পরই চেলসিকে এগিয়ে দিয়েছিলেন কস্তা। শেষপর্যন্ত এই ১-০ গোলের ব্যবধানেই জয় পেয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের আগের লেগের ম্যাচেও চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ম্যাচেও লালকার্ড দেখেছিলেন আর্সেনালের দুজন খেলোয়াড়।
এ বছরের শুরুতে আর্সেনালই ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু টানা দুটি ড্র ও চেলসির বিপক্ষে এই হারের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে গানারদের। ২৩ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৪৪ ও ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও প্রথম স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও লিস্টার সিটি। আর্সেনালের পর চতুর্থ ও পঞ্চম স্থানে আছে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে আছে গতবারের শিরোপাজয়ী চেলসি।