সেমিফাইনালে বার্সেলোনা, আতলেতিকোর বিদায়
গত মৌসুমের মতো এবারও তিনটি বড় শিরোপা বা ট্রেবল জয়ের পথে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। লা লিগার শীর্ষস্থান আছে বার্সার দখলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেও পা রেখেছে কাতালানরা। আর এবার কোপা দেল রের শিরোপা জয়ের পথেও এগিয়ে গেছে বড় একটা ধাপ। দুই লেগ মিলিয়ে অ্যাথলেটিক বিলবাওকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে পৌঁছে গেছে কোপা দেল রের সেমিফাইনালে। অন্যদিকে সেল্তা ভিগোর বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে আতলেতিকো মাদ্রিদকে।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি ২-১ গোলে জিতেই সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গিয়েছিল বার্সা। ন্যু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচে লুইস এনরিকের শিষ্যরা জিতেছে ৩-১ গোলে। প্রথমার্ধ ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। ৫৩ মিনিটে লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে সমতাসূচক গোল করেন লুইস সুয়ারেজ। ৮১ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন জেরার্ড পিকে। আর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন নেইমার।
কোপা দেল রের অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও সেল্তা ভিগো। প্রথম লেগের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে দারুণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছেন দুই দলের খেলোয়াড়রা। তবে নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে শেষ পর্যন্ত ৩-২ গোলের হতাশাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ২০১২-১৩ মৌসুমের শিরোপাজয়ীদের। অন্যদিকে ২০০০-০১ মৌসুমের পর প্রথমবারের মতো কোপা দেল রের সেমিফাইনালে পা রেখেছে সেল্তা ভিগো।