মেসির দেখা পেতে চায় ‘খুদে মেসি’
আকাশি-সাদা ডোরাকাটা পলিথিনের ‘জার্সি’ পরা এক ছোট্ট ছেলের ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জার্সিটার পেছনে লেখা ‘মেসি’ আর ১০ নম্বর। মুর্তাজা আহমাদির বয়স মাত্র পাঁচ বছর হলে কী হবে, লিওনেল মেসির সে বিশাল ভক্ত। আফগান শিশুর ছবিটা চোখে পড়েছে ফুটবল-মহাতারকারও। যত দ্রুত সম্ভব খুদে ভক্তের সঙ্গে দেখা করতে চান মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খুদে মেসি’ নামে পরিচিতি পাওয়া মুর্তাজার তো প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা করার তর সইছে না!
আফগানিস্তানের গজনি প্রদেশের জাগোরি জেলার বাসিন্দা আরিফ আহমাদি একজন দরিদ্র কৃষক। ছেলে মুর্তাজার আবদার মিটিয়ে মেসির ‘রেপ্লিকা’ জার্সি কিনে দেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। সাধ্য না থাকুক, ভিন্ন উপায়ে সাধ মেটাতে তো সমস্যা নেই! ১৫ বছরের হুমায়ুন তাই প্রতিবেশীর ফেলে দেওয়া নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে আর্জেন্টিনার মতো একটা জার্সি বানিয়ে দিয়েছিল ছোট ভাই মুর্তাজাকে। কয়েক দিন আগে সেই জার্সি পরা মুর্তাজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর শোরগোল পড়ে গেছে। ছবিটা রীতিমতো বিখ্যাত বানিয়ে দিয়েছে ‘খুদে মেসি’কে।
পরিবারের সঙ্গে এখন রাজধানী কাবুলে আছে মুর্তাজা। সেখানেই বার্তা সংস্থা এএফপিকে সে জানিয়েছে প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকুলতার কথা, ‘আমি মেসির সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে সময় কাটাতে চাই। আমি তাঁর ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসি। আমি তাঁকে ভীষণ, ভীষণ ভালোবাসি।’ কথাগুলো বলার সময় চোখ-মুখ একেবারে জ্বলজ্বল করছিল ছোট্ট ছেলেটার।
ছেলের মুখে হাসি দেখে আরিফ আহমাদিও দারুণ খুশি। ছেলের ‘সামান্য’ সাধ মেটাতে না পেরে তিনি নিজেও কম যন্ত্রণা পাননি, ‘সে আমার কাছে অনেকবার মেসির জার্সি কিনে দেওয়ার আবদার জানিয়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় কিনে দিতে পারিনি।’ মেসির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনায় আরিফও ভীষণ রোমাঞ্চিত, ‘আমরা তালেবান আর ইসলামী জিহাদি-অধ্যুষিত একটা এলাকায় থাকি। প্রতিদিন অনেক লড়াই করতে হয় আমাদের। আমার ছেলের মতো একটা দরিদ্র শিশু মেসির সঙ্গে দেখা করার সুযোগ পেলে তা শুধু আমাদের নয়, পুরো আফগানিস্তানকেই গর্বিত করবে।’
দিন-ক্ষণ-স্থান এখনো ঠিক না হলেও মেসি আর ‘খুদে মেসি’র সাক্ষাৎ হতে বেশি দেরি নেই বোধ হয়। কারণ, মেসির একটি ঘনিষ্ঠ সূত্র এএফপিকে জানিয়েছে, ‘তার (মুর্তাজা) ইচ্ছাপূরণে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’ শিশুটিকে মেসির একটি জার্সি শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি।