পিএসএলে সাকিবের সেই ঝড়
সাকিব আল হাসান সব সময় স্বমহিমায় ভাস্বর। দুই বছর আগে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ে বিশাল অবদান ছিল তাঁর। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলের শুরুতেও বিশ্বসেরা অলরাউন্ডারের দুর্দান্ত নৈপুণ্য। শুক্রবার সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে লাহোর ক্যালান্ডার্সকে সহজেই সাত উইকেটে হারিয়েছে করাচি কিংস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাহোর শুরুতেই হোঁচট খেয়েছে ক্রিস গেইলকে হারিয়ে। ম্যাচের চতুর্থ বলেই বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন শোয়েব মালিক। চার বলে একটি চারসহ গেইলের অবদান মাত্র ছয় রান।
নিজের প্রথম ওভারে সাফল্য পেয়েছেন সাকিবও। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে লাহোরের অধিনায়ক আজহার আলীকে (১৮) বোল্ড করেছেন তিনি। এরপর আর কোনো উইকেট না পেলেও রানও খুব বেশি দেননি। সাকিবের বোলিং ফিগার যথেষ্ট ভালো, ৪-০-২৬-১।
বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠেছেন সাকিব। মাত্র ৩৫ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫১ রান করেছেন তিনি। ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য সাকিবই অবশ্য ম্যাচের সেরা খেলোয়াড়।
ভিডিওতে দেখুন সাকিবের সেই ইনিংস –