রিয়াল মাদ্রিদে রোনালদো আর দুই বছর?
দলীয় সাফল্য খুব বেশি না পেলেও রিয়াল মাদ্রিদে ব্যক্তিগত সাফল্যে সমৃদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার। রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে তিনি এখন রিয়ালের সফলতম ফরোয়ার্ড। রিয়ালের জার্সি গায়ে তিন-তিনবার জিতে নিয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিও। তৃতীয়বারের মতো পুরস্কার হাতে নিয়ে রোনালদোর কণ্ঠে অবশ্য ভিন্ন সুর। পর্তুগিজ তারকার ইঙ্গিত, দুই বছর পর রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে চুক্তি নবায়ন নিয়ে চিন্তাভাবনা করবেন তিনি।
পিচিচি ট্রফি দিয়ে থাকে স্পেনের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। গত মৌসুমে ৪৮ গোল করে তৃতীয়বারের মতো পিচিচি ট্রফির পুরস্কার জিতে নেওয়া রোনালদোর রিয়ালে নিজের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য, ‘আমি এখানে (রিয়াল মাদ্রিদে) আরো দুই বছর থাকতে চাই। এর পর কী হবে, তা ভবিষ্যৎই বলে দেবে। আমার চুক্তির মেয়াদ এ পর্যন্তই। এখন আমাকে শুধু যত বেশি সম্ভব ট্রফি এবং অন্তত আরো একবার চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য চেষ্টা করতে হবে।’
আবারও লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে পেয়ে রোনালদো অবশ্য দারুণ খুশি। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমার তৃতীয় পিচিচি পুরস্কার! লা লিগার সর্বোচ্চ গোলদাতা হতে পেরে গর্বিত। সবাইকে ধন্যবাদ।’
গতবার সেরা গোলদাতা হলেও এ মৌসুম তেমন ভালো কাটছে না রোনালদোর। এ পর্যন্ত ৩০ গোল করলেও সেগুলোর বেশিরভাগই দুর্বল প্রতিপক্ষের সঙ্গে। এমনকি লা লিগার শীর্ষ ছয় দলের কারো বিপক্ষেই জাল খুঁজে পাননি তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।