যে গোলরক্ষককে কখনো হারাতে পারেননি মেসি
এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে নেমে বুক দুরুদুরু করে না, এমন গোলরক্ষক হয়তো ফুটবলবিশ্বে কমই পাওয়া যাবে। দুর্দান্ত জাদুকরি ফুটবল দিয়ে প্রায়ই প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে বসেন আর্জেন্টাইন তারকা। তবে একজনের কাছে সেই মেসিও হার মেনেছেন। এখন পর্যন্ত চেকোস্লোভাকিয়ার গোলরক্ষক পিটার চেককে পরাস্ত করতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও বার্সেলোনা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনা করে বার্সেলোনাকেই ফেভারিটের আসনে বসিয়ে দিচ্ছেন অনেকে। কিন্তু আর্সেনালের বিপক্ষে খেলতে নেমে খুব বেশি স্বস্তিতে হয়তো থাকবেন না দলের প্রধান তারকা মেসি। আর্সেনালের গোলপোস্টের নিচে দাঁড়ানো গোলরক্ষকের নামটা যে পিটার চেক। এখন পর্যন্ত ছয়বার চেকের মুখোমুখি হয়ে একটিও গোল করতে পারেননি মেসি। ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে একবার পেনাল্টিও মিস করেছিলেন এই আর্জেন্টাইন তারকা।
এর আগের এই ছয়টি ম্যাচ অবশ্য চেক খেলেছিলেন চেলসির জার্সি গায়ে। ২০১২ সালে মেসির পেনাল্টি মিসের কারণেই সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছিল বার্সেলোনা। শিরোপা উঠেছিল চেলসির ট্রফি কেসে। ছয়বারের এই মুখোমুখি লড়াইয়ে পিটার চেকের চেলসিকে মাত্র একবার হারাতে পেরেছিল বার্সেলোনা। ড্র হয়েছিল চারটি ম্যাচ। একটি ম্যাচে জয় পেয়েছিল চেলসি।
বার্সেলোনার আক্রমণভাগের আরেক প্রধান তারকা লুইস সুয়ারেজের বিপক্ষেও চেকের পারফরম্যান্স খুব একটা খারাপ না। পাঁচবার চেকের মুখোমুখি হয়ে সুয়ারেজ করতে পেরেছেন মাত্র দুটি গোল। আর নেইমার এবারই প্রথমবারের মতো খেলবেন চেকের বিপক্ষে।