চ্যাম্পিয়নস লিগে সাফল্যের সন্ধানে জিদান
স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ায় শিরোপার আশা ছেড়ে দিয়েছেন স্বয়ং জিনেদিন জিদান। রিয়ালের কোচ এখন তাকিয়ে চ্যাম্পিয়নস লিগের দিকে। ফরাসি কিংবদন্তির আশা, লা লিগার ব্যর্থতা পেছনে ফেলে ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফল্য পাবে তাঁর দল।
ঘরোয়া লিগে ভক্তদের হতাশ করে চললেও চ্যাম্পিয়নস লিগে ভালোভাবেই এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে শেষ ষোল দলের লড়াইয়ের ফিরতি লেগে রোমাকে ২-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের দুই গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজ। তিন সপ্তাহ আগে রোমার মাঠে একই ব্যবধানে জয় পাওয়ায় ৪-০ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেনের সফলতম দলটি।
লা লিগায় যা-ই হোক, চ্যাম্পিয়নস লিগে দলের পারফরম্যান্স নিয়ে জিদান সন্তুষ্ট। খেলা শেষে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘প্রথম লেগের ফল নিয়ে না ভেবে শুরু থেকেই আক্রমণ করার চেষ্টা করেছি আমরা। যেভাবে আক্রমণ করে খেলেছি তাতে আমি খুশি। তুলনামূলকভাবে দ্বিতীয়ার্ধে আমরা বেশি ভালো খেলেছি।’
এই জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে আরো এগিয়ে যেতে চান জিদান। এখন তাঁর চোখে শিরোপা-স্বপ্ন, ‘আপাতত পরের লিগ ম্যাচ নিয়ে ভাবতে হবে আমাদের। তারপর দেখতে হবে চ্যাম্পিয়নস লিগে পরবর্তী প্রতিপক্ষ কে হয়। প্রত্যেকেই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখে। আমাদেরও লক্ষ্য শিরোপা জয়।’
রিয়াল মাদ্রিদ সাফল্য পেলে দারুণ এক কীর্তি গড়বেন জিদান। রিয়ালের হয়ে খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই শিরোপা জয় করবেন তিনি। ২০০২ সালে বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালের জয়সূচক গোল এসেছিল জিদানের বাঁ পায়ের দুর্দান্ত ভলি থেকে।