বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া উচিত ভারতের : কপিল দেব
ভারতের কাছে নাটকীয়ভাবে এক রানে হেরে যাওয়া ম্যাচটি অনন্ত আক্ষেপ হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে। অন্যদিকে ভারতের জন্য ম্যাচটি শুধু স্মরণীয়ই নয়, দারুণ স্বস্তিকরও। সেদিন হারলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারত ‘টিম ইন্ডিয়া’র। কপিল দেব তাই বাংলাদেশকে ধন্যবাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছেন ধোনির দলকে। ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডারের ধারণা, ২৩ মার্চ বেঙ্গালুরুতে হেরে গেলে আজ দর্শকের ভূমিকাই হয়তো পালন করতে হতো স্বাগতিক দলকে।
ব্রিটেনের ডেইলি মেইলে এক কলামে কপিল লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার জন্য বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া উচিত ভারতের। বাংলাদেশ আর অবশ্যই বিরাট কোহলির সৌজন্যে দলটা আজ সেমিফাইনালে। বাংলাদেশের বিপক্ষে জয় দলটাকে প্রয়োজনীয় প্রেরণা দিয়েছে। এর পর থেকে দলটার মনোভাবে যে পরিবর্তন এসেছে, তা যে কেউ বুঝতে পারবে।’
সেদিন ধোনি-কোহলিরা যে কতটা চাপে পড়ে গিয়েছিলেন, তা আরো একবার সবাইকে মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘বাংলাদেশ হেরে গেলেও এ ধরনের ম্যাচে ১০টার মধ্যে ৯টা দলই জিতবে। তিন বলে দুই রানের সময় ভারত একেবারে হাঁটু গেড়ে নতজানু হয়ে ছিল। তবে স্বাগতিক দল কোনোরকমে হলেও একটা দুর্দান্ত জয় পেয়েছে। সেই রাতে হেরে গেলে ভারত হয়তো তাড়াতাড়ি বিদায় নিত টুর্নামেন্ট থেকে। তাদের মনোবল ভেঙে যেত বলেই মনে হয়।’