ভল্ফসবুর্গের কাছে রিয়ালের শোচনীয় পরাজয়
শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের আশঙ্কাই সত্যি হলো। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভল্ফসবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে যে দুশ্চিন্তা তিনি করছিলেন, তা-ই যেন মাঠে বাস্তবে রূপ পেল।
না হলে চার দিন আগে গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে যে দল ২-১ গোলে হারিয়ে এসেছে, সেই দলটিই কি না ভল্ফসবুর্গের কাছে ২-০ গোলে হেরে গেল! মাত্র চার দিনের ব্যবধানেই রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নেই উল্লাস, নেই সেলফিতে মেতে ওঠার দৃশ্য।
বাংলাদেশ সময় গতকাল বুধবার দিবাগত রাতে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে অনায়াসে হারিয়ে প্রথম লেগে জয় পেয়েছে ভল্ফসবুর্গ। বিবিসি অনলাইন বলছে, রিয়ালের দুর্বল ডিফেন্সই এ পরাজয়ের কারণ। আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ার কারণে তারা এখন লিগ থেকে বাদ পড়ার মুখে পড়েছে।
পরের ম্যাচে নিজেদের মাঠে ড্র করলে চলবে না রিয়ালকে। ভালো পয়েন্ট নিয়েই জিততে হবে। কারণ, তা না হলে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে যেতে পারেন এই স্প্যানিশ তারকারা।
ম্যাচ শুরুর আগেই ভল্ফসবুর্গকে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন জিদান। ২০০২ সালে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কের কণ্ঠে প্রতিপক্ষ সম্পর্কে ভীষণ শ্রদ্ধা। তিনি বলেন, ‘এটা একটা জটিল ম্যাচ হতে যাচ্ছে। ভীষণ কঠিন ম্যাচ। এই পর্যায়ে যেকোনো দল নিজেদের রূপান্তর ঘটাতে পারে। এমনকি ঘরোয়া লিগে সমস্যায় থাকলেও চ্যাম্পিয়নস লিগে ভিন্ন চেহারায় দেখা যেতে পারে তাদের। এটা খেলোয়াড়রা যেমন জানে, তেমনি ক্লাবও জানে। ওরা (ভল্ফসবুর্গ) শারীরিকভাবে সক্ষম আর দ্রুত আক্রমণ করতেও পারদর্শী।’
আর দিন শেষে জিদানের আশঙ্কাকে সত্যি পরিণত করে প্রথম লেগের জয় ঘরে তুলে নিল ভল্ফসবুর্গ।